মুনির চৌধুরীকে নিয়ে তথ্য যা সকল পরীক্ষা জন্য গুরুত্বপূর্ণ / Information about Munir Chowdhury which is important for all exams

 


মুনির চৌধুরীর জন্ম ২৭ নভেম্বর ১৯২৫ সালে মানিকগঞ্জ জেলায়। তবে তার পৈতৃক নিবাস নোয়াখালী জেলায়। তিনি নিখোঁজ হন ১৪ ডিসেম্বর ১৯৭১ সালে। তাঁর উদ্ভাবিত বাংলা টাইপ রাইটিং এর হল মুনীর অপটিমা। মুনির চৌধুরীর রচিত প্রধান নাটকগুলো হয়ঃ রক্তাক্ত প্রান্তর (যা প্রকাশিত হয় ১৯৬২ সালে), চিঠি (যা প্রকাশিত হয় ১৯৬৬ সালে), কবর ( যা প্রকাশিত হয় ১৯৬৬ সালে), দন্ডকারন্য (যা প্রকাশিত হয় ১৯৬৬ সালে), পলাশী ব্যারাক ও অন্যান্য (যা প্রকাশিত হয় ১৯৬৯ সালে)। তার রচিত অনুবাদ নাটক হলোঃ কেউ কিছু বলতে পারে না (যা প্রকাশিত হয় ১৯৬৭ সালে), রূপার কৌটা (যা প্রকাশিত হয় ১৯৬৯ সালে), মুখরা রমনী বশীকরণ (যা প্রকাশিত হয় ১৯৭০ সালে)। মুনির চৌধুরীর রচিত প্রবন্ধ গ্রন্থ গুলো হলঃ মীর মানস (যা প্রকাশিত হয় ১৯৬৫ সালে), তুলনামূলক সমালোচনা (যা প্রকাশিত হয় ১৯৬৯ সালে), বাংলা গদ্যরীতি (যা প্রকাশিত হয় ১৯৭০ সালে)। তার উল্লেখযোগ্য পুরস্কার গুলো হয়ঃ রক্তাক্ত প্রান্তর নাটকের জন্য বাংলা একাডেমি পুরস্কার যা তিনি ১৯৬২ সালে পান, মীর মানস গ্রন্থের জন্য দাউদ পুরস্কার পান ১৯৬৫ সালে, তিনি সিতারা-ই-ইমতিয়াজ খেতাবে ভূষিত হন ১৯৬৬ সালে।

Post a Comment

Previous Post Next Post